একাধিকবার সহবাস করেও অন্যত্রে বিয়ে করল প্রেমিক

একাধিকবার সহবাস করেও অন্যত্রে বিয়ে করল প্রেমিক

বিবাহিতা ৩০ বছরের এক মহিলার সাথে ২১ বছরের যুবকের সাথে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। তারই মধ্যে একাধিক বার সহবাসের অভিযোগ। এমনকি মহিলার কাছ থেকে সোনা নিয়ে বন্ধক দেয় যুবক ব্যবসা করার জন্য। এসবের পরেও ঐ মহিলাকে রেখে আবার অন্য মেয়েকে বিয়েও করে ফেলেছে বলে অভিযোগ। জানা গেছে, অভিযোগকারী মহিলা ডোমকলের গাড়াবাড়িয়া এলাকার সাবানা বিবি। এর আগে তার ইসলামপুরের মোক্তারপুর এলাকায় প্রথম বিবাহ হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। প্রথম পক্ষের স্বামী নেশাগ্রস্ত থাকার অভিযোগ তুলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ছেলে মেয়েকে মানুষ করতে ডোমকলের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে থাকে বছর খানেক। সেখান থেকেই তার মোবাইল নম্বর পায় ডোমকলের বাবলাবোনা এলাকার কিরণ মন্ডল নামের এক যুবক। শুরু হয় প্রেমের সম্পর্ক। ধাপে ধাপে সম্পর্ক গভীর হলে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ঐ মহিলার কাছে থেকে নগদ টাকা সহ সোনা নিয়ে বন্ধক দেই ব্যবসা করার উদ্দেশ্যে। হঠাৎ তিনদিন আগে ঐ অভিযুক্ত যুবক কিরণ মন্ডল অন্যত্র বিবাহ করে নেয়। এ খবর শুনতে পেয়েই তার বাড়ির সামনে যান। তখনই অভিযুক্ত যুবক কিরণ মন্ডলের মা খালিদা বিবি তার উপর চড়াও হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিকদের হেনস্থা করা হয়। শুধু তাই নয়, ক্যামেরা কেড়ে নেবার চেষ্টা চালানো হয়। মারধর করার চেষ্টা চালালেও স্থানীয়দের দেখে বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্তরা। পরে ভুল স্বীকার করেন। উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযোগকারী মহিলাকে আটক করে নিয়ে যায় থানায়। তবে ঐ ঘটনায় অভিযুক্ত যুবক সামনে না আসলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তের মা খালিদা বিবি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন