আগরতলা: আগামী বছরের আগরতলা বইমেলা ২ জানুয়ারি শুরু হবে এবং ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৪৩ তম "বইমেলা ২০২৫" শীর্ষক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ আরও অনেকে। প্রতিবছরই আগরতলার বইমেলা বইপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। তবে এবার মেলার নির্দিষ্ট স্থান নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে শীঘ্রই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের পরিকল্পনা ও বইমেলার আয়োজন সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মেলার মানোন্নয়নের বিষয়ে বিশদে আলোচনা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।