জমি নিয়ে সংঘর্ষ: নশিপুরে তলোয়ার নিয়ে হামলা, গুরুতর আহত আনোয়ার হোসেন
মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত নশিপুর গ্রামে তলোয়ার ও লোহার রড নিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জমি-সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই হামলা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। অভিযোগ, সাদেক, হাবিব, তৌফিক ও সোহান নামের চার দুষ্কৃতী সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের পরিবারের ওপর বাড়িতে ঢুকে আকস্মিক আক্রমণ চালায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তবে এখনও পলাতক রয়েছে আরও কয়েকজন অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই হামলায় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে তৎক্ষণাৎ ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ছাড়পত্র দেন। শরীরের বেশ কিছু স্থানে তিনি আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
পুরো ঘটনায় আতঙ্কের ছায়া নেমে এসেছে নশিপুর গ্রামে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
