করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৭ জনের

7 people died in road accident

নদীয়ার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে একটি চার চাকা গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ মোট সাতজনের মৃত্যু হয়, গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতদের মধ্যে রয়েছেন নাকাশিপাড়ার তেঘরি গ্রামের তাকরিন মল্লিক ও সান্তা মণ্ডল, পুতুল মল্লিক (নাকাশিপাড়া), অমিত ঘোষ, রহিমা সেখ, রোহন সেখ ও পারভিন বিবি (চাপড়ার বৃত্তিহুদা গ্রাম)। জানা গেছে, চাপড়া বাজার থেকে ঈদের কেনাকাটা সেরে চার চাকা গাড়িতে করে ফিরছিলেন তারা। পথে চারাতলা পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুসহ দুই মহিলাকে মৃত ঘোষণা করেন। পরে আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে আহতদের একটি যাত্রীবাহী বাসে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url