ওয়াকফ বাঁচাতে লড়াইয়ের প্রস্তুতি – উঃ মুর্শিদাবাদে ওয়েলফেয়ার পার্টির সভা অনুষ্ঠিত

ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে এই আন্দোলন। তারই অঙ্গ হিসেবে আজ উঃ মুর্শিদাবাদ জেলা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ড. হামিদ সেখ, সহ-সভাপতি এম এ হান্নান, মোঃ আসাদুল্লাহ ও মনিরুল ইসলাম। এছাড়াও জেলা সম্পাদক মোঃ হাসিম আব্দুল হালিম এবং বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় ওয়াকফ সম্পত্তি রক্ষার গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দরা বলেন, “যতই আসুক ঝড়-তুফান, ওয়াকফ বাঁচাতে ছাড়ব না ময়দান।” জেলা নেতৃত্ব আন্দোলনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় আগামী দিনের আন্দোলন পরিকল্পনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সকলে আন্দোলনকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url