মুর্শিদাবাদ: পবিত্র ঈদুল ফিতরের দিনেও প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থাকল না ছাত্র সংগঠন এসআইও (স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন)। সোমবার, ঈদের নামাজ শেষে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের লোহরপুর এবং বলবলপাড়া ঈদগাহ ময়দানে সংগঠনের কর্মী-সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন।
ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে এসআইওর সদস্যরা স্লোগান তোলেন— "ওয়াকফ বিল মানা হবে না", "ওয়াকফ রক্ষা করো"। তাদের দাবি, এই বিল মুসলিম সমাজের ধর্মীয় ও আর্থিক স্বার্থের পরিপন্থী।
এসআইওর বাসুদেবপুর অঞ্চল শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন ঈদগাহে উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ঈদের আনন্দের মাঝেও ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় এসআইওর এই প্রতিবাদ কর্মসূচি বেশ সাড়া ফেলে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের ধর্মীয় সম্পত্তি সুরক্ষায় বাধা সৃষ্টি করবে। তাই এই বিল বাতিলের দাবিতে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় এসআইও।
ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে ঈদগাহে এসআইওর মানববন্ধন
মার্চ ৩১, ২০২৫
0