নাগরিক সমাজের শান্তিপূর্ণ মিছিল বনাম বিজেপির সজল ঘোষের নেতৃত্বে মিছিলের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি!

নাগরিক সমাজের ডাকে "যুদ্ধ নয় শান্তি চাই" মিছিলেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতার মৌলালীতে।


নাগরিক সমাজের ডাকে "যুদ্ধ নয় শান্তি চাই" মিছিলেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতার মৌলালীতে। নাগরিকদের শান্তিপূর্ণ মিছিলকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিলেন সজল ঘোষ। শুধু তাই নয় অভিযোগ বিজেপির সজল ঘোষের নেতৃত্বে পাল্টা মিছিলে হামলা করে নাগরিকদের মিছিলে পোড়া মোবিল ছোঁড়া হয়। একদিকে নাগরিক সমাজের শান্তিপূর্ণ মিছিল অন্যদিকে বিজেপির সন্ত্রাসবাদীর বিরুদ্ধে মিছিলের সংঘর্ষে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালীতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশে প্রথমে সজল ঘোষের নেতৃত্বে মিছিল কারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এবং পরবর্তীকালে নাগরিকদের শান্তিপূর্ণ মিছিলও বন্ধ করে দেয়, এবং বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url