ভারতের LVM3-M5 মিশনে নভেম্বরে উৎক্ষেপিত হতে চলেছে CMS-03 স্যাটেলাইট: মহাকাশ অভিযানে নতুন অধ্যায়
সংবাদ প্রতিবেদন নিজস্ব প্রতিবেদন: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) আগামী ২ নভেম্বর ২০২৫ তারিখে দেশের অন্যতম শক্তিশালী উৎক্ষেপণযান LVM3-এর পঞ্চম অপারেশনাল উড়ান (LVM3-M5) পরিচালনা করতে চলেছে। এই মিশনে CMS-03 নামে একটি উন্নতমানের মাল্টি-ব্যান্ড যোগাযোগ স্যাটেলাইটকে Geosynchronous Transfer Orbit (GTO)-তে পাঠানো হবে। CMS-03 স্যাটেলাইটের ওজন প্রায় ৪৪০০ কেজি, যা ভারতের মাটি থেকে GTO-তে উৎক্ষেপিত হওয়া এখন পর্যন্ত সবচেয়ে ভারী যোগাযোগ স্যাটেলাইট হিসেবে ইতিহাসে নাম লেখাতে চলেছে। এই স্যাটেলাইট ভারতীয় উপকূল অঞ্চলসহ বিস্তৃত সমুদ্র ও স্থলভাগে যোগাযোগ সেবা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বিশেষ করে সামুদ্রিক যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, সুরক্ষা যোগাযোগ এবং ডেটা নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, LVM3-এর আগের মিশন ছিল চন্দ্রযান-৩ যা ভারতকে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করা প্রথম দেশ হিসেবে বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করেছিল। সেই একই উৎক্ষেপণযানের মাধ্যমে এবার ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ইসরো ইতিমধ্যেই উৎক্ষেপণযান ও স্যাটেলাইটের সম্পূর্ণ ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে এবং ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রকেটটিকে লঞ্চ প্যাডে স্থানান্তর করা হয়েছে। এখন চলবে চূড়ান্ত প্রাক-উৎক্ষেপণ পরীক্ষা। জাতীয় ও আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরও সুদৃঢ় করার পথে CMS-03 মিশন নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
