চাষীদের থেকে ১৮ লক্ষ টাকা মুল্যের পাট নিয়ে গিয়ে, টাকা না দিয়ে বেপাত্তা হল সামসেরগঞ্জের এক পাট ব্যাবসায়ী। পাটের মুল্য হাতে না পাওয়ায় পথের ভিখারি হতে বসেছে বেশ কয়েকজন চাষী ও ফড়ে। মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে থানার গোবিন্দপুরের বাসিন্দা পাট ব্যাবষায়ী জাকারিয়া সেখ। তার বিরুদ্ধে চাষিদের টাকা না দিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ তুললেন সুতির থানার কাশিমনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গরীবটোলা, শংকরপুর, নেজামপুর ও ভিডিওতলার একাধিক কৃষক, চাষী ও ফড়েরা। ইতিমধ্যে সমস্ত বিষয় জানিয়ে সুতি ও সামসেরগঞ্জ থানা পুলিসের দারস্ত হয়েছে রফিকুল, মানারুল এবং আরও কয়েকজন। জানা গিয়েছে পাট ব্যাবষায়ী জাকারিয়া সেখ সুতির বিভিন্ন জায়গায় গিয়ে পাট কিনতেন সেই মতো এলাকার বেশ কয়েক জন চাষী ও ফড়ে জাকারিয়ার কাছে পাট বিক্রি করেন ১৮ লক্ষ টাকা মুল্যের। দূর্গা পুজোর বহু আগে সুতির গ্রাম গুলি থেকে পাট নিয়ে আসার পর ৪৫ দিন পার হয়ে গেলেও দিনের পর দিন ঘুরিয়ে, ২৫ দিন বাড়ি ছেড়ে বেপাত্তা হয়েছে। জাকারিয়ার কাছ থেকে কষ্টের ফসল বিক্রির মুল্য হাতে পেতে দ্বারে দ্বারে ঘুরছে কৃষক চাষী সহ ফড়েরা। পুলিশ প্রশাষনের হস্তক্ষেপ দাবি করেছে অসহায় পাট চাষিরা।