দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:
গতকাল দুর্গাপুরের জেমুয়া এলাকায় একদল সংখ্যালঘু গরু ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। আজ আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে পৌঁছান বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর বিধায়ক নওসাদ সিদ্দিকী।
ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “এই হামলা এক জঘন্য এবং বর্বরোচিত ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যের এডিজি (আইন ও শৃঙ্খলা) এবং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
বিধায়ক জানান, “আমরা প্রশাসনকে এক সপ্তাহের সময় দিচ্ছি। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
সঙ্গে তিনি জানান, রাজ্যে সাম্প্রদায়িক ও লক্ষ্যভিত্তিক হিংসা প্রতিরোধে "প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স" বিল বিধানসভায় পেশ করার দাবি জানানো হয়েছে।
তিনি সকল স্তরের মানুষকে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতী। ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দু'জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি, এবং ভবিষ্যতেও নেব। ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না।