বহরমপুরে বাস থেকে ১১০ চোরাই মোবাইল উদ্ধার, মালদার দুই যুবক গ্রেপ্তার
বহরমপুর থানার পুলিশের হাতে বড়সড় সাফল্য। বুধবার দুপুর বারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালমারার কাছে একটি সরকারি বাসে অভিযান চালায় পুলিশ। পূর্ব তথ্য অনুযায়ী, কাদির দিক থেকে আসা ওই বাসে দুই ব্যক্তি বিপুল সংখ্যক চোরাই মোবাইল নিয়ে আসছিল।
অভিযানে পুলিশ দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট ১১০টি মোবাইল ফোন। মোবাইলগুলোর বৈধ মালিকানা দেখাতে ব্যর্থ হয় ধৃতরা। জেরার মুখে তারা স্বীকার করেছে যে ফোনগুলো চুরি করা।
ধৃত দুই অভিযুক্তের নাম আব্দুল গাফফার ও হাতিকুল ইসলাম, দুজনেরই বয়স ২৪ বছর। তারা মালদা জেলার কালিয়াচক থানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, চোরাই মোবাইলগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের সন্ধান করে দ্রুত তাদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।