কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় এক যুবক। ওই যুবকের নাম বাদশা সেখ,বয়স ১৮ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ব্লকের করজগ্ৰাম পঞ্চায়েতের বাঁধমুড়া গ্ৰামের মাঠপাড়া। বাদশা সেখর বাড়ির সদস্যরা জানান গত ১৫/১২/২০২৩ তারিখ থেকে বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বাদশার বাড়ির সদস্যরা। আজ বাদশার বাড়ির সদস্যরা জানান,*তাদের এক আত্মীয়দের কাছ থেকে জানতে পারি করজগ্ৰামে বছর ৩৫শে বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বছর ১৮ যুবক বাদশা সেখকে নিয়ে গেছে এই অভিযোগ করছেন বাদশার বাড়ির সদস্যরা।* মেয়ের নাম পায়েল সেখ বয়স ৩৫ বাড়ি করজগ্ৰাম। তাদের বাদশাকে ফোন করে পারছেনা ফোনও সুইচ অফ রয়েছে বললেন বাড়ির সদস্যরা। পায়েল সেখের ফোনও বন্ধ রয়েছে। বাদশা বাড়ির সদস্যরা পায়েল সেখের বাড়ি গিলে,পায়েল সেখের বাড়ির সদস্যরা বাদশা বাড়ির সদস্যদেরকে দূর ব্যবহার করেন। তাদের ছেলে বাদসা কবে বাড়ি আসবে সেই আশায় দিন গুনছেন বাড়ির সদস্যরা।
Tags:
বর্ধমান