ওয়াকফ সংশোধন বিল নিয়ে বিজেপির পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। গতকাল উত্তর ২৪ পরগণার বসিরহাটের খোলাপাতা বাজারে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, "ওয়াকফ সম্পত্তি দখলের জন্যই এই বিল আনা হচ্ছে। সংবিধানবিরোধী এই বিল রুখতে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে।"
নওসাদ সিদ্দিকী আরও বলেন, "বাবরি মসজিদ ধ্বংসের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোকে আঘাত করার দীর্ঘ পরিকল্পনার কথা।" তিনি অভিযোগ করেন, বিজেপি শুধুমাত্র সংখ্যালঘুদেরই নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার চেষ্টাকেও ঠেকিয়ে দিতে চায়।
সভায় অধ্যাপক প্রসেনজিৎ বসু ঐতিহাসিক প্রেক্ষাপটে বাবরি মসজিদ ধ্বংস ও মুঘল স্থাপত্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতিভিত্তিক জনগণনার প্রয়োজনীয়তা এবং উপাসনাস্থল আইনের ওপর আলোকপাত করেন।
বিভিন্ন জেলায় প্রতিবাদ সভা
এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় আইএসএফের উদ্যোগে সভা ও ধিক্কার দিবস পালিত হয়। হুগলির হরিপালে ও হাওড়ার বড়গাছিয়ায় আয়োজিত সভাগুলিতে আইএসএফ নেতৃবৃন্দ বিজেপির নীতির বিরুদ্ধে কড়া বক্তব্য রাখেন।
মুর্শিদাবাদের সরলপুর অঞ্চলে আয়োজিত এক পথসভায় দলের ভগবানগোলা ব্লক সভাপতি আমরুল সেখ বলেন, "ওয়াকফ বিল রুখতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।"
আইএসএফের এই কর্মসূচি ওয়াকফ সংশোধন বিলের বিরোধিতায় রাজ্যজুড়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিয়েছে। দলটি বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও তাদের ভূমিকার জন্য দায়ী করেছে, যা আগামী দিনে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।
Tags:
রাজনীতি