কলকাতা নাইট রাইডার্স ভক্তদের জন্য এসেছে বড় খবর। ২০২৫ আইপিএল নিলামের পর কেকেআর তাদের দল গঠন করেছে এবং শেষ মুহূর্তে নিয়ে এসেছে একের পর এক চমক। আসুন এক নজরে দেখে নিই কেকেআরের চূড়ান্ত দল।
শীর্ষ খেলোয়াড়:
দলের প্রাণ ভেঙ্কটেশ আয়ার, যার দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লক্ষ। তারপরে আছেন রিঙ্কু সিং ১৩ কোটি টাকায়। অভিজ্ঞ খেলোয়াড় বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন আছেন ১২ কোটি টাকায়।
বিদেশি তারকারা:
এবার দলে যোগ দিয়েছেন কুইন্টন ডি'কক ৩ কোটি ৬০ লক্ষ টাকায়। বোলিং বিভাগে এনরিখ নকিয়া আছেন ৬ কোটি ৫০ লক্ষ টাকায়। এছাড়াও রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, মইন আলি এবং স্পেনসর জনসন।
ভারতীয় প্রতিভা:
উমরান মালিক, বৈভব অরোরা, অজিঙ্কে রাহানে, এবং মনিশ পাণ্ডে—এরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দলে যুক্ত হয়েছেন। এছাড়াও তরুণ প্রতিভা আংকৃশ রঘুবংশী ৩ কোটি টাকায় দলে জায়গা করে নিয়েছেন।
মোট খেলোয়াড় তালিকা:
কলকাতা নাইট রাইডার্স নিলামের পর সম্পূর্ণ দল | KKR Full Squad 2025
ডিসেম্বর ০৭, ২০২৪
0