জঙ্গীপুর:বাংলা আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, অনেক জায়গায় যাঁদের ইতিমধ্যেই পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রকৃত উপভোক্তারা, যাঁরা মাটির ভাঙাচোরা বাড়িতে দিন কাটাচ্ছেন, তাঁদের নাম তালিকায় জায়গা পায়নি।
বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিযোগের তির তৃণমূল নেতাকর্মীদের দিকে। তবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের সেখালিপুর গ্রামপঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামের তৈমূর সেখ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নাম আবাস যোজনার তালিকায় থাকলেও তিনি নিজে বিডিওর কাছে লিখিতভাবে নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তৈমূর সেখ বলেন, “আমার পাকা বাড়ি নেই ঠিকই, কিন্তু পাকা বাড়ি করার সামর্থ্য রয়েছে। তাই আমি চাই প্রকৃত উপভোক্তারা এই সুযোগটি পান।”
অন্যদিকে, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে যে তৃণমূলের কিছু নেতা ও কর্মীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের নাম তালিকায় রয়েছে। এই নিয়ে বেশ কিছু জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভও চলছে। তবে তৈমূরের মতো উদাহরণ দেখিয়ে দিচ্ছে, নৈতিকতার জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
স্থানীয় প্রশাসন তৈমূরের এই পদক্ষেপকে প্রশংসনীয় বলে অভিহিত করেছে। এই ঘটনা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।