দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের মানবিক মুখ

দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের মানবিক মুখ

দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ (Dakshin Dinajpur District Police) এর মানবিক মুখ নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত দুঃস্থ গরিবদের সাহায্য করেই যাচ্ছে অবিরত। ১লা জানুয়ারি নব বর্ষ উপলক্ষে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুপুরে আড়াইশো দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।
২রা জানুয়ারি, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের কুশমন্ডির থানার (Kushmandi Police Setation)অধীনে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়।
৩রা জানুয়ারি, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের কুশমন্ডি থানার অধীনে মালিগাও গ্রামপঞ্চায়েত এলাকার অভাবী মানুষদের কম্বল বিতরণ করা হয়।
৪ঠা জানুয়ারি মেহেন্দিপাড়ায় SDSL এর ব্যানারে শ্রী বিল্লামঙ্গল সাহার উপস্থিতিতে স্থানীয় জনগণের সাথে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এবং পথচারীদের সড়ক দুর্ঘটনার প্রশ্ন সম্পর্কে বিভিন্ন নিয়ম অবহিত করেন। এবং শেষে স্থানীয় অভাবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৫ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের বংশীহারী থানার (Banshihari Police Setation) অধীনে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন