স্ত্রীকে শাবল মেরে খুন করলো মদ্যপ স্বামী

স্ত্রীকে শাবল মেরে খুন করলো মদ্যপ স্বামী

পারিবারিক অশান্তি জেরে মদ্যপ অবস্থায় শাবল দিয়ে পিটিয়ে খুন করল স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জামুয়া অঞ্চলের সেন্ডা গ্রামে। আজ রবিবার বিকেল সাড়ে চারটায নাগাদ। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিন স্বামী মিলন মাল মদ্যপান করে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো বলে জানা যায়, আজ ঝগড়া চরম আকার ধারন করে, যার জেরে শাবলে এলোপাথাড়ি আঘাত করে খুন করলো তার স্ত্রীর শ্যামলী বয়স ৩০ বছর। তার দুই ছেলে মেয়ে রয়েছে। এলাকাবাসী রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ তৎপরতার সাথে এসে তার স্বামী মিলন মালকে গ্রেফতার করে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে। মৃতের পরিবার মদ্যপ স্বামী মিলন মালের চরম শাস্তির দাবী জানিয়েছেন। পুলিশ পূর্ণ তদন্ত শুরু করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url