ফের গঙ্গা বাঁধনের কাজ শুরু শামসেরগঞ্জে

ফের গঙ্গা বাঁধনের কাজ শুরু শামসেরগঞ্জে

সামশেরগঞ্জ ব্লকের নিমতিতা অঞ্চলের অন্তর্গত, কামালপুর গঙ্গার ঘাট বাঁধনের কাজ ফের শুরু হল। শামসেরগঞ্জের একাধিক গ্রাম এবং চাষের জমি তলিয়ে গেছে গঙ্গার গর্ভে। বহু বছর ধরে নিমতিতা এলাকার মানুষ দুর্ভোগে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে। অবশেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে রাজ্য সরকার গঙ্গা বাঁধনের কাজ শুরু করল। আজ সকালে কামালপুরে ঘাট বাঁধন কাজ শুরু হওয়ায়, খুশি এলাকাবাসী। এলাকার মানুষ জন গঙ্গা বাঁধনের কাজ দেখতে যায়। গিয়ে দেখেন গঙ্গা বাঁধনের কাজ যে কন্ডাক্টর পেয়েছেন তিনি তার ইচ্ছামত কাজ করছেন। সঠিকভাবে বাঁধনের কাজ যেখানে করার দরকার সেখানে না করে যেখানে দরকার নেই সেখানে কাজ করছে। ইঞ্জিনিয়ার কোনরকম কাজের শিডিউল না টাঙিয়ে কাজ করে চলছে। যার ফলে ক্ষুব্ধ গঙ্গা পাড়ের এলাকাবাসীদের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url