প্রেমিক প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল প্রেমিকার, আত্মহত্যার প্ররোচনায় গ্রেপ্তার প্রেমিকা ও তার বন্ধু
মোবাইলে ডেকে এনে প্রেমিককে খুন করলো প্রেমিকা। পুলিশের জেরায় চাঞ্চল্যকর তথ্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকার ঘটনা। বছর ৩২ এর দেবতু বৈরাগীর গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল ইছামতি নদীর পাড় থেকে। গতকাল শনিবার সকালবেলায় স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা দেখতে পায়। মৃতদের পাশ থেকে মদের বোতল একটি বাইক মৃত যুবকের ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তদন্ত করে জানতে পারে ওই যুবকের বাড়ি বনগাঁর গাইঘাটা থানার পোতাপাড়া গ্রামে। স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের উদ্যোগে পুলিশের একটি বিশেষ দল গঠন করে মৃত যুবকের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা ও তার ভিডিও ছবি দেখে জানতে পারে। স্বরূপনগর এর সগুনা এলাকায় বছর ৩৩ এর গৃহবধূ লতা ঢালি তাকে মোবাইল ফোনে গভীর রাত্রে ডেকে আনে বাড়ি থেকে। এক জায়গায় বসে ওই যুবকের বন্ধু প্রশান্ত হালদার ও লতা ঢালী মদের আসর বসায়, সেখানে অশ্লীল ভিডিও চালিয়ে নিজেরা দেখতে শুরু করে। আর তাই নিয়ে বসচা শুরু হয় মৃত প্রেমিক দেবতুকে মদ খাইয়ে আত্মহত্যার প্ররোচনা দেয় গৃহবধূ ও তার বন্ধু প্রতাপ। এমনকি ওই গৃহবধূ ও প্রেমিকের অন্তরঙ্গে ছবি তুলে প্রায় ব্ল্যাকমেইল করতেন বলে অভিযোগ। মৃত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বরুপনগর থানার পুলিশ প্রেমিকা লতা ঢালী ও বন্ধু প্রশান্ত হালদা পুলিশের জেরায় শিকার করে তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। মৃত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রেমিকা লতা বন্ধু প্রশান্তকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের ১৪ দিনের পুলিশের হেফাজতের নেয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে।