১৬.৮ কেজি গাঁজা উদ্ধার করলো গাজোল থানা - Gajol police station recovered 16.8 kg of ganja
আহমেদ বাপি, গাজোল: গাজোল থানার পুলিশের তৎপরতায় আবারো সাফল্যের পালক যুক্ত হলো। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজোল থানার পুলিশ কোদবাড়ী এলাকায় ওত পেতে ছিল। পুলিশের কাছে খবর ছিল যে একটি বাইকে করে এক ব্যক্তি বিপুল পরিমাণে পিডব্যাগে করে গাঁজা নিয়ে যাচ্ছে। গাঁজার গন্তব্য ছিল মালদা, যা শিলিগুড়ি থেকে নিয়ে আসা হয়েছিল।
গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ কোদবাড়ী এলাকায় একটি বাইককে আটক করে। বাইক চালকের সাথে জিজ্ঞাসাবাদ করে ও তার পিডব্যাগ তল্লাশি করে, প্যাকেটবন্দী অবস্থায় ১৬.৮ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম সজল চৌধুরী (৫৪), যার বাড়ি চম্পাশ্রী, প্রধান নগর থানা, শিলিগুড়ি।
অভিযুক্তকে আটক করে গাজোল থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আগামীকাল অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
গাজোল থানার পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং তারা পুলিশের প্রশংসা করেছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের অপরাধ রোধে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।