কলকাতাঃ গত ১০ই ফেব্রুয়ারী দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল। মূলত সারা ভারত জুড়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সমর্থনে। এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে রাহুল গান্ধী সারা ভারতে সবধরণের মানুষের জন্য ন্যায় চাইছেন। বাংলার কংগ্রেসও ন্যায় চাইছেন তাঁদের জন্য যাঁরা ময়দানে এই শীতেও চাকুরীর দাবীতে ধর্ণা দিচ্ছেন বা যেসব শিক্ষিত ও যোগ্য চাকুরী প্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। একইসাথে সরকারী কর্মচারী থেকে রেশন দূর্নীতিতে ক্ষতিগ্রস্থ মানুষের জন্যও ন্যায়ের দাবী কংগ্রেস করছে বলে জানান জেলা সভাপতি প্রদীপ প্রসাদ।উপস্থিত ছিলেন আশুতোষ চ্যাটার্জী, শাজাহান দেওয়ান, তপন আগরওয়াল, জয়ন্ত দাস, অতনু দাস, নৌসাদ আলম প্রমুখ নেতৃত্ব।
Tags:
কলকাতা