বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ICU থেকে জেনারেল কেবিনে স্থানাতর করা হয়েছে

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ICU থেকে জেনারেল কেবিনে স্থানাতর করা হয়েছে

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ICU থেকে জেনারেল কেবিনে স্থানাতর করা হয়েছে। হাসপাতাল সূত্রের আরো খবর, তিনি যে যে শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যা এখন সেরে গিয়েছে। নতুন করে শারীরিক কোনো অসুস্থতার খবর নেই। গতকাল সারভাইক্যাল স্পাইনের যে MRI হয়েছিল সন্ধের পরে সেই রিপোর্ট নিয়ে আজকে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ তাঁকে পরীক্ষা করবেন এবং তারপরে দুপুর ৩ টের সময় মেডিক্যাল টিমের সদস্যরা বসবেন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যায় কি না সেই বিষয়ে আলোচনা হবে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ছাড়া হলে কখন না কবে ছাড়া হবে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগে যখন ইডি আধিকারিকরা নিয়ে এসেছিলেন তখন এর শারীরিক অবস্থা আর এখনকার শারীরিক অবস্থার একটি রিপোর্ট চেয়েছিলেন ইডি আধিকারিকরা সেই রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন ইডির হাতে। সেই রিপোর্ট এবার যাবে ইডির উর্ধ্বতন আধিকারিক এর কাছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url