কলকাতা বইমেলায় উদার আকাশ প্রকাশনের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে

Udar Aakash Publications published two books at the Kolkata Book Fair

উদার আকাশ প্রকাশনের দুটি গ্রন্থ উদ্বোধন করলেন কবি সুবোধ সরকার, আল-আমীন মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, লেখক সা'আদুল ইসলাম, সোনা বন্দ্যোপাধ্যায় এবং উদার আকাশ সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদ। শনিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল এসবিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হল সোনা বন্দ্যোপাধ্যায়-এর সম্প্রীতির উপর লেখা প্রবন্ধ সংকলন "পাশাপাশি বাস তবে কেন উদাসীন?" এবং অধ্যাপক সা'আদুল ইসলাম-এর লেখা কাব্যগ্রন্থ "সে আসবে বলে"।

উদার আকাশ প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ বলেন, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদার আকাশ থেকে প্রকাশিত হচ্ছে সাতটি গ্রন্থ। শনিবার দুটি গ্রন্থের উদ্বোধন হল। উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা ১৪২৯ প্রকাশ হবে শুক্রবার। এবার বইমেলায় উদার আকাশ লিটল ম্যাগাজিনের টেবিল থেকে প্রথম বড় স্টল পেয়েছে। উদার আকাশ প্রকাশনের ৬৪৮ নম্বর স্টলে থেকে সমস্ত গ্রন্থ ও উদার আকাশ পত্রিকা পাওয়া যাচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও উদার আকাশ জুড়ে পাঠকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। গবেষণা গ্রন্থ প্রকাশে ইতিমধ্যেই উদার আকাশ একটা বিশেষ জায়গা করে নিয়েছে পাঠক দরবারে। উভয় বঙ্গের মানুষের ভালবাসা অর্জন করেছে উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশন সংস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন