ফের পদ্মা (গঙ্গা) ভাঙ্গন শামশেরগঞ্জের কামালপুরে

আজ সোমবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কামালপুরে হঠাৎ করে শুরু হয়েছে পদ্মা (গঙ্গা) ভাঙ্গন। প্রায় পাঁচ বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে, এমন কি বিভিন্ন অঞ্চলে ফাটল ধরেছে। যেকোনো সময় বাড়িঘর সব তলিয়ে যেতে পারে। নদীর নিকটেই রয়েছে জুম্মা মসজিদ, এস এস কে স্কুল এছাড়াও রয়েছে প্রায় ৫০টি বাড়ি। নদী ভাঙ্গনের কোন স্থায়ী সমাধান না করলে, এক সময় সব পদ্মার (গঙ্গার) গ্রাসে বিলীন হয় যাবে বলে দাবী করেন জন সাধারন। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবী অবিলম্বে এই ভাঙনের প্রতিকার করুক সরকার। রাত্রিবেলা ভাঙ্গনের কথা শুনে চোখের ঘুম উড়ে গিয়েছে সকলের। বালির বস্তা ফিরে নয় স্থায়ীভাবে করা হোক পদ্মা (গঙ্গা) ভাঙনের ব্যবস্থা। এদিকে শীতের দিনেও এই পদ্মা (গঙ্গা) ভাঙ্গন বর্ষা কিংবা গ্রীষ্মকালে তা অভিশাপ ডেকে আনবে মানুষের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url