মাত্র দুই ইঞ্চি ঢালাই রাস্তা করার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা ইংলিশবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের অন্তর্গত সাতটারি গ্রামের জারলাহি পাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ এলাকায় জল জমে যাওয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে তারা রাস্তার দাবী জানিয়ে আসছেন বিভিন্ন মহলে। অবশেষ দাবি অনুযায়ী কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হলেও মাত্র ২ ইঞ্চি ঢালাই করা হচ্ছে বলে অভিযোগ। তাদের অভিযোগ, দুই ইঞ্চি ঢালাই রাস্তা করলে কাজ করতে দেওয়া হবে না। গ্রামবাসীর আরো অভিযোগ করেছেন, এই কারচুপির পিছনে পঞ্চায়েত সদস্যার হাত রয়েছে। তারা এই নিয়ে বিডিওর দারস্থ হবেন বলে জানিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যা রাহেনা বিবি। তার দাবি রাস্তা চার থেকে পাঁচ ইঞ্চি করে ঢালাই করা হচ্ছে। তিনি নিজেই উপস্থিত থেকে ঢালাইয়ের কাজ খতিয়ে দেখছেন বলেও দাবি তার। ঘটনার পিছনে বিরোধিদের চক্রান্ত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি । এ বিষয়ে বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমিন মিঞা জানান, যদি রাস্তার কাজে কোন দুর্নীতি হয় তবে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।