আবারও শামসেরগঞ্জে পদ্মা ভাঙন, তলিয়ে গেল দোতলা বাড়ি

Padma River Erosion


ধুলিয়ানঃ আবারও শামসেরগঞ্জের মহেশটোলায় ভয়াবহ পদ্মা ভাঙন, তলিয়ে গেল দোতলা বাড়ি
আর কতদিন এইভাবে পদ্মা ভাঙনে তলিয়ে যাবে বিঘার পর বিঘা জমি ও বাড়ি ঘর। আতঙ্কিত এলাকাবাসী, চরম ক্ষোভ সাধারণ মানুষের। দীর্ঘ দিনের এই সমস্যার সমাধান আজও হয়নি বরং দিনের পর দিন এই সমস্যা বেড়েছে। পদ্মা ভাঙনের জন্য বার বার টাকা বরাদ্দ হলেও এর সুফল আদৌও সম্ভব হয়নি। শামসেরগঞ্জ ও সুতি থানার এলাকা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url