লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে দুই দিন ব্যাপি মেধাবী ছাত্র-ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শীক্ষার্থীদের থ্যালাসেমিয়া পরিক্ষা শিবির। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের খামড়া ভাবকী উচ্চ বিদ্যালয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মেধা ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থ্যালাসেমিয়া পরিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাদক্ষ আলিয়ারা বিবি, সদস্যা ফতেমা খাতুন, তেঘরী গ্রামপঞ্চায়েতের প্রধান ফেরদোসী বিবি সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃতি, নাচ, গান, নাটক ও নৃত্য পরিবেশন করে।এদিনের থ্যালাসেমিয়া শিবিরে প্রায় দেড়শোর অধিক ছাত্র-ছাত্রী থ্যালাসেমিয়া পরিক্ষা করেন। মেধা ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও থ্যালাসেমিয়া পরিক্ষা শিবিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
Tags:
মুর্শিদাবাদ