ভয়াবহ আগুন লাগলো মালদার হিজল ফরেস্টে অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের নিকট

Forest fire


ভয়াবহ আগুন লাগলো হিজল ফরেস্টে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের কাঁটাতারের বেড়ার ওপরে বিস্তীর্ণ এলাকা নিয়ে হিজল বন। রবিবার দুপুরে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় বনে। বিষয়টি দেখতে পেয়ে হবিবপুর পুলিশ প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা । প্রথমে আগুন নিভাতে ভারত বাংলাদেশ সীমান্তের অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানে জোয়ানরা আগুন নেভাতে চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই মালদা দমকল বিভাগ থেকে দুটি ইঞ্জিন ও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর দম কলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে আগুনের তীব্রতা এতটাই ছিল আগুন নেভাতে কিছুটা দেরি হয়ে যায় দমকল কর্মীদের। হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতিক সাহা জানান ভারত বাংলাদেশ সীমান্তে হিজল বনে হঠাতই বাংলাদেশের সাইট থেকে দেখা যায় আগুন স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খবর দেয়। বিএসএফ জোয়ানরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে তারপর, দমকল কর্মীর আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি বেশকিছু গাছ পুড়ে গেছে। 

দমকল কর্মী বিশ্বজিৎ মন্ডল

দমকল কর্মী বিশ্বজিৎ মন্ডল জানান কিভাবে আগুন লাগল সেটা এখনো পরিষ্কার নয় তবে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয় তবে বিএসএফের ৪৪ ব্যাটেলিয়ানের জোয়ানরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে তার মধ্যেই আমরা চলে আসি পঞ্চাশ থেকে ষাট একর এলাকা নিয়ে আগুনটি লেগেছিল প্রচুর গাছের ক্ষতি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন