আবারো গঙ্গা ভাঙ্গন সামশেরগঞ্জে, দীর্ঘ চার বছরে কোন সমাধান হয়নি

আবারো গঙ্গা ভাঙ্গন সামশেরগঞ্জে, দীর্ঘ চার বছরে কোন সমাধান হয়নি

এবারে সামশেরগঞ্জের ঘনশ্যামপুরের গঙ্গা ভাঙ্গনের দৃশ্য। রবিরার রাত এগারোটা থেকে ভাঙ্গন হয়েছিল সোমবার সকাল থেকেই আবার গঙ্গা ভাঙ্গন হচ্ছে। সামশেরগঞ্জের জন্য এটা নতুন কিছু নয়। দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন মিডিয়ায় এই গঙ্গা ভাঙনের কভারেজ করেছে, কিন্তু কোন স্থায়ী সমাধান হয়নি। এর পিছনে কারণ কী? কেন বা সামশেরগঞ্জবাসী নিজের ভিটে মাটি হারা হচ্ছে। কেন হাজার হাজার পরিবারের চোখের জল ফেলতে হচ্ছে। বাড়িঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে । কেন দীর্ঘ চার বছর ধরে গঙ্গা ভাঙ্গন হচ্ছে সরকারের কি চোখে পড়ছে না। নাকি না দেখার ভান করছে সরকার? না সামশেরগঞ্জে মানুষ শুধু ভোটের পুতলা হয়ে গেছে। তাই নয় কি? তা না হলে চার বছর ধরে এই ভাঙ্গন জর্জরিত সামশেরগঞ্জ সমাধান হচ্ছে না কেন? যে দেশে মানুষ এখন চাঁদে বসবাস করার কথা বলছে, সে দেশেরই ছোট্ট একটা রাজ্যের ছোট্ট একটা জেলার ছোট্ট একটা থানায় এত ভাঙ্গন হচ্ছে স্থায়ী সমাধান পাচ্ছেনা সামশেলগঞ্জ জনসাধারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন