যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

Tried to rape and burn young woman, complaint against three youths

সাগরদিঘীঃ এক যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার চেষ্টার অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার আধুয়া বেলায় পাড়া গ্রামে। বিষয়টি নিয়ে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। যদিও অভিযুক্তরা এখনও অধরা। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর রাতে বান্ধবীর মাধ্যমে একটি বাড়িতে নির্যাতিতা ওই মেয়েটিকে ডেকে পাঠায় তিন যুবক। তারপরেই মেয়েটিকে ঘরে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে। শুধু তাই নয়, যৌনাঙ্গে লোহার রড দিয়ে আঘাত করে শরীর পুড়িয়ে দেয়। যা ঘিরে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার আধুয়া বেলায় পাড়া গ্রামে চাঞ্চল্য ছড়ায়। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সাগরদিঘী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবার। যদিও ঘটনার পর অভিযুক্ত হাসিবুল মল্লিক, শান্তি শেখ, কদম মোল্লা পলাতক। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url