ভিন রাজ্যের ৩০ বোতল মদ, গ্রেপ্তার করলো শামসেরগঞ্জ আবগারী দপ্তর

ভিন রাজ্যের ৩০ বোতল মদ, গ্রেপ্তার করলো শামসেরগঞ্জ আবগারী দপ্তর

সাগর সেখ, ধুলিয়ানঃ ভিনরাজ্য থেকে অবৈধভাবে মদের বোতল নিয়ে এসে বাংলায় বিক্রি করার আগেই ৩০ বোতল উন্নতমানের মদ সহ দুই যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ আবগারি দপ্তর। শনিবার রাতে সুতি থানার আহিরন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের নাম বাপন ঘোষ(২৭) এবং সূর্যকান্ত সরকার(৩৫)। উভয়ের বাড়ি সুতি থানা এলাকা। কি উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার জন্য মদগুলো নিয়ে এসেছিল তারা তা খতিয়ে দেখছে আবগারি দপ্তর। শনিবার রাতেই সামসেরগঞ্জ আবগারি দপ্তরের আধিকারিক শশীভুষন তিওয়ারি জানান, গোপন খবরের ভিত্তিতে ফরাক্কা আবগারি দপ্তর ও সামসেরগঞ্জ আবগারি দপ্তর যৌথভাবে আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় হানা দেয়। তখনই হাত বদল করার উদ্দেশ্যে আসা ব্যাগ হাতে দুই যুবককে আটক করা হয়। তল্লাশিতেই বেরিয়ে আসে ৩০ টি ভিনরাজ্যের মদের বোতল। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ বিক্রির কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url