চাকরি প্রতারণায় নাম জড়ালো উত্তরকন্যার নিরাপত্তার কর্মীর বিরুদ্ধে

চাকরি প্রতারণায় নাম জড়ালো উত্তরকন্যার নিরাপত্তার কর্মীর বিরুদ্ধে

উত্তরকন্যা কাজ করার সুবাদে বহিরাগত নিরীহ ছেলে-মেয়েদের কাছ থেকে অর্থের লোভ দেখিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠলো উত্তরকন্যার কর্মরত দুই নিরাপত্তা রক্ষির কর্মীর বিরুদ্ধে। বুধবার একজনকে পুলিশ হাতেনাতে ধরলেও মূল অপর এক অভিযুক্তর খোজ চালাচ্ছে এনজেপি থানার পুলিশ। মইনুর রহমান ও বিষ্ণুপদ গুপ্ত এরা ফুলবাড়ীর বাসিন্দা। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা রক্ষীর কাজ করে চলছে উত্তরকন্যায় তথা মিনি সচিবালয়। গুরুত্বপূর্ণ এই জায়গায় চাকরি করার সুবাদে বহিরাগত ছেলেমেয়েদের কাছ থেকে নানান প্রলোভন দেখিয়ে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিত। বুধবার এমন কাজ করতে গিয়ে ধরা পরল বিষ্ণুপদ গুপ্ত নামে এক নিরাপত্তা রক্ষি তবে মূল অভিযুক্ত মইনুল রহমানের খোজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ। জলপাইগুড়ি তিনজন যুবতীর কাছ থেকে মইনুল রহমান কিছু টাকা নেয় শিলিগুড়ি শহরে কোন একটি বেসরকারি নার্সিংহোমে চাকরির দেওয়ার নাম করে। এদিন তাদের তিন জনকে বুধবার আরেক নিরাপত্তা রক্ষি বিষ্ণুপদ গুপ্তর সঙ্গে মিনি সচিবালয় যাওয়ার কথা বলে। তিন যুবতী সেখানে পৌঁছানোর পর নিরাপত্তা রক্ষী মইনুল রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তখন তারা বুঝে গেছেন যে তারা প্রতারনার স্বিকার হয়েছে। পরবর্তীতে বিষয়টি উত্তরকন্যা আধিকারিকদের জানালে তারা এনজেপি থানার পুলিশকে খবর দিলে, পুলিশ এসে বিষ্ণুপদ গুপ্তকে আটক করে। তবে মুল অভিযুক্ত মইনুল রহমান বেপাত্তা। তার খোজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ। মিনি সচিবালয়ের নিরাপত্তা রক্ষির বিরুদ্ধে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পুলিশ প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন