এক বাইক আরোহীর হেরোইনের দ্রব‍্য সামগ্রী সহ গ্রেফতার

এক বাইক আরোহীর হেরোইনের দ্রব‍্য সামগ্রী সহ গ্রেফতার

শনিবার দুপুরে এক বাইক আরোহীর কাছে থেকে হেরোইন ও হেরোইনের দ্রব‍্য সামগ্রী সহ একজনকে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার তকিপুর মাঠপাড়া চৌরাস্তার কাছে নাকা চেকিং শুরু করে। এমন সময় স্কূটি নিয়ে এক ব‍্যক্তি রামপাড়া থেকে রেজিনগরের দিকে যাচ্ছিল ঐ স্কুটির কোন নাম্বার প্লেট না থাকায় গাড়িটিকে তল্লাশি চালিয়ে তিনশো পঞ্চাশ গ্রাম হেরোইন ও পাঁচ কিলো হেরোইন তৈরীর দ্রব‍্য সামগ্রী উদ্ধার করে। যার বাজার মূল‍্যে প্রায় চার লক্ষ টাকা, তবে পুলিশ সূত্রে জানা গেছে ঐ ব‍্যাক্তির নাম আনারুল সেখ, বাড়ি বেলডাঙ্গা থানার সুরুলিয়া বটতলা পাড়া। সে নিজেই হেরোইন তৈরী করে বলে হেরোইন তৈরীর দ্রব্য সামগ্রী কিনে বাড়ি ফিরছিল, এরসঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার জন‍্য সাত দিনের পুলিশ হেপাজতে চেয়ে আজ রবিবার বহরমপুর আদালতে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে CI বিশ্বরঞ্জন ব‍্যানারর্জ্জী ও OC খুরশীদ আলোম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url