জঙ্গীপুর রেল স্টেশনের চালু হল ATVM টিকিট কাউন্টার

ATVM ticket counter has been launched at Jangipur railway station


জঙ্গীপুরঃ অনেকদিন থেকে অভিযোগ ছিল জঙ্গীপুর রেল স্টেশনে কাউন্টার টিকিটে লম্বা লাইন পড়ে যায়। যার ফলে হয়রানির স্বীকার হতে হয়। রেলের তরফে নতুন টিকিট কাউন্টার চালু করার কোনো খবর নেই, আর রেলের কর্মী সংকোচনের ফলে সেই আশা আরো ক্ষীণ। তবে জনসাধারণের জন্য স্বস্তির খবর যে, গত মঙ্গলবার ১৮/১০/২০২২ জঙ্গীপুর স্টেশনে একটি ATVM মেশিন বসানো হয়েছে। যেটা থেকে আপনি যেকোনো ট্রেনের অসংরক্ষিত টিকিট কেটে নিতে পারবেন। অর্থাৎ এখন থেকে জঙ্গীপুর স্টেশনের টিকিট কাউন্টার ও ATVM কাউন্টারে টিকিট কাটতে পারবেন। এছাড়াও জঙ্গীপুর রেল স্টেশন থেকে যেকোনো ট্রেনের অসংরক্ষিত টিকিট এখন UTS অ্যাপ এ কাটা যাচ্ছে। UTS অ্যাপ মাধ্যমে স্টেশনের ২ কিমির মধ্যে আপনি টিকিট কেটে রাখতে পারবেন। ফলে স্টেশনের টিকিট কাউন্টারের লাইন আপনি এড়িয়ে যেতে পারবেন। এই UTS অ্যাপ WALLET রিচার্জের উপর ৩% কমিশন পাবেন। নিজের স্মার্টফোন ফোনের মাধ্যমে টিকিট কাটতে হলে UTS অ্যাপ ডাউনলোড করুন। https://play.google.com/store/apps/details?id=com.cris.utsmobile

তবে যারা স্মার্টফোনে সরগর নন, তারা কাউন্টার থেকে টিকিট এখনো টিকিট কাটতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন