পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে ভেজাল ঘি ও ঘি তৈরির সরঞ্জাম, গ্রেফতার এক

পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে ভেজাল ঘি ও ঘি তৈরির সরঞ্জাম, গ্রেফতার এক

আবারও ভেজাল ঘি এর কারখানায় হানায় উদ্ধার বিপুল পরিমাণ নকল ঘি। ঘি তৈরির কারখানা সিল করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, আজ ভোর রাতে শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের বুইচা ঘোষপাড়া এলাকার একটি ঘি তৈরির কারখানায় হানা দিয়ে প্রায় ৫৫০ কেজিরো বেশি নকল ঘি ও ১০০ কেজি নকল ঘি তৈরির সরঞ্জাম আটক করে। অভিযোগ, আসল ঘি এর সাথে রিফাইন ও পাম অয়েল মিশিয়ে নকল ঘি তৈরি হতো ওই কারখানায়। পরে ঘি তৈরির কারখানাটি সিল করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় নকল ঘি কারবারের সাথে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শান্তিপুর পুলিশ। আর কারা এই নকল ঘি ব্যবসার সাথে যুক্ত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ। যদিও ঘৃতকে আজ আদালতে তোলে পুলিশ। পুলিশ সুপার কুমার সানি রাজ আমাদের জানায় এই ঘি কান্ডটি একটি সামাজিক অপরাধ খাবারে ভেজাল যে কোন সময় বড় সামাজিক বিপদ ঘটতে পারে এটা আমি হতে দেব না । অনেক মানুষ সকাল বেলায় ঘি দিয়ে ভাত খেয়ে কাজে বেড় হয়, বাচ্চারা আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে স্কুলে যায়। ঘি এ ভেজাল যে কোন সময় বড় বিপদ ডাকতে পারে। তাই এই কড়া পদক্ষেপ আগামিতেও এই ভেজাল ঘি ব্যবসায় যারা যুক্ত থাকবে অভি্যান চলবেই। এই অবরাধের বিরুদ্ধে আমরা সজাগ আছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ করে বিজেপি। যদিও বিজেপির এই অভিযোগ কে নস্যাৎ করে ওই অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিকের দাবি, প্রশাসন প্রশাসনের মত কাজ করেছে। বিজেপি এখানেও রাজনীতি করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন